শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

স্ট্রোকে জবি কর্মকর্তার মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৪, ২০:০৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী রেজিস্ট্রার দেবাশীষ সাহা স্ট্রোক করে মারা গেছেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, দেবাশীষ সাহা রাজবাড়ীতে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। রোববার হঠাৎ বাড়িতে তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই বিকালে মারা যান তিনি।

দেবাশীষ সাহার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ