শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাবিপ্রবির শিক্ষক সমিতি নির্বাচন স্থগিত

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তফশিল স্থগিত করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্রিক অনিবার্য কারণবশত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী তারিখ গঠনতন্ত্রের ১২ (ক) অনুচ্ছেদ অনুযায়ী স্থিরিকৃত হবে।

এর আগে গত মঙ্গলবার নির্বাচনের তফশিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ