শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জবির পরিকল্পনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হলেন সৈয়দ আহম্মদ 

প্রকাশনার সময়: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও হিসাব দফতরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আহম্মদ।

জবিতে নতুন দায়িত্ব পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ ও হিসাব দফতরের পরিচালক পদে যোগাদান করবেন না তিনি। আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসে সৈয়দ আহম্মদ পরিকল্পনা দফতরে যোগদান করবেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব বিষয় জানা যায়। এরআগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক-এর শূন্য পদে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব দফতর) হিসেবে কর্মরত সৈয়দ আহম্মদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ওই দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

সৈয়দ আহম্মদ ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব দফতরে উপ-পরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে তিনি দফতরটির অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পান। ২০১৮ সালের ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের হিসাব সংক্রান্ত প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হন।

ফলে অর্থ দফতর থেকে বদলি হয়ে এই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরে চলে যান। ২০২০ সাল পর্যন্ত তিনি এই দফতরে কর্মরত ছিলেন। পরে আবারও অর্থ ও হিসাব দফতরে ফিরে যান।

গত ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ ও হিসাব দফতরের পরিচালক হিসেবে নিয়োগ পান সৈয়দ আহম্মদ। সেখানে যোগদানের জন্য ১৫দিন সময় প্রদান করা হয় তাকে। তবে এর মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সৈয়দ আহম্মদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার উপর আস্থা রেখেই আমাকে পরিকল্পনা দফতরের দায়িত্ব দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই জবিতে থেকেই জবির উন্নয়নে শরিক হওয়াটা শ্রেয় বলে মনে করছি।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে যোগদান করব না। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমি সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ