শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:৫১
ছবি- সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হোসেন নিহত হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে এই ঘটনা ঘটে, খবর কেএফডিএম’র।

নিহত আবির হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

আবির হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যাল‌য়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যাপক ড. শাহীন খান লিখেছেন, “অত্যন্ত সহজ-সরল অথচ মেধা‌বি ছাত্র আবির বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখ‌তেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায়ই অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন।”

তিনি আরও লিখেছেন, “অনেকটা অভিমান নি‌য়েই এ বছ‌রের জানুয়ারিতে আবির আমেরিকায় পা‌ড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীব‌নের আশায়। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর ম‌নের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারাল তাদের প্রিয়জনকে। তার এ মৃত্যু মেনে নেওয়া কঠিন।”

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ