শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জরিমানা বাতিলের দাবিতে গবির প্রশাসনিক ভবনে তালা 

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জরিমানা বাতিলসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৩০ডিসেম্বর) সকালে বাদামতলায় সাধারণ শিক্ষার্থীরা জড় হয়ে প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- (১) অযৌক্তিক জরিমানা বাতিল, (২) জরিমানা হিসেবে কেটে নেওয়া সেমিস্টার ফি সমন্বয়, (৩) বকেয়া স্বত্ত্বেও যাদের বিশেষ বিবেচনায় পরীক্ষার অনুমতি দেবে তাদের জরিমানা হবে কিন্তু সেটাও কমাতে হবে, (৪) স্বাস্থ্য বিমা নিশ্চিত করতে হবে, (৫) জরিমানার কারণে শিক্ষাবৃত্তি আটকানো যাবে না।

এসময় সিন্ডিকেট সভার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান এবং প্রক্টোরিয়াল বডির সদস্য সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক মিসেস শারমিন হক ও সিনিয়র প্রভাষক ড. মো. আলী আজম খান সভা শেষে উপাচার্য ও রেজিস্টারের সাথে যোগাযোগ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রসাশনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এতে আশ্বস্ত হয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ