ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর কাছে ববির অবকাঠামোগত উন্নয়নের দাবি মেয়রের

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে বরিশাল বাসীর সমস্যাগুলোর কথা তুলে ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন তিনি।

আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি, এখানে শ্রেণি কক্ষের স্বল্পতা, বিজ্ঞান ভবন, গবেষণাগারের পাশাপাশি আবাসিক সমস্যা সমাধানে নতুন হল প্রয়োজন। দশ হাজার ছাত্র-ছাত্রীর জন্য মাত্র দু’টি অ্যাকাডেমিক ভবন রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।

এ সময় খোকন বরিশালের মানুষের নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ