গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফেল করা ২ শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তি করানো বিষয়ে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় তাদের ভর্তি বাতিল করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) উপাচার্য ড. এ কিউ এম মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৯/১২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত ৩৭তম রিজেন্ট বোর্ড সভার ৩৭/২ নং সংশোধিত সিদ্ধান্ত অনুসারে জিএসটির নির্ধারিত পাশ মার্কস (৩০ নম্বর) এর কম পেয়ে যারা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তি হয়েছেন তাদের ভর্তি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হবে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে এ ধরনের কাজের জন্য রিজেন্ট বোর্ড সভা ভাইস-চ্যান্সেলর প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নির্ধারিত পাশ মার্কস এর নিচে পোষ্য কোটায় ভর্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৩১তম একাডেমিক কাউন্সিলের সভায় পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে ন্যূনতম নম্বর ৩০ এর পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছিল এবং পোষ্য কোটায় ফেল করা দুই শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ‘পোষ্য কোটায় ফেল করা শিক্ষার্থীকে ভর্তি করাবে বশেমুরবিপ্রবি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ