ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

সিকৃবিতে হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস রেজিস্ট্রেশন শুরু 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ২২:৪৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার অন ক্যাম্পাস রেজিস্ট্রেশন। ১৫তম আন্তর্জাতিক প্রতিযোগিতার অন ক্যাম্পাস রেজিস্ট্রেশন চলবে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘নোবেল পুরস্কার’ খ্যাত আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস পর্যায়ের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। টিম রেজিস্ট্রেশন পরবর্তী সময়ে রেজিস্ট্রেশনকৃত টিমগুলোর জন্য গ্রুমিং সেশন’র আয়োজন করা হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা স্টার্টআপ প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে।

হাল্ট প্রাইজ সিকৃবির আয়োজক কমিটির সদস্যরা জানান, বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম এর উপর ভিত্তি করে ‘স্টার্ট আপ’ প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবছর হাল্ট প্রাইজ ২০২৪ চ্যালেঞ্জে ‘আনলিমিটেড থিম’র উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হবে। এ বছর সিকৃবিতে ৪র্থ বারের মতো এই প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে।

এ বিষয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন সিকৃবির ক্যাম্পাস ডিরেক্টর সাখাওয়াত হোসেন রাজু বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। আমাদের বিশ্ববিদ্যালয় একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের অর্জিত ব্যবহারিক জ্ঞানকে কাজে লাগিয়ে খুব সহজেই বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। যার জন্য দরকার শুধুমাত্র সঠিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা। আমি আশাবাদী যে আমাদের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন একটি বৃহৎ ভূমিকা রাখবে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন সিকৃবির ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মিতানুর ববি বলেন, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম’র উপর প্রতিযোগিতা পরিচালনা করায় সব সেক্টরের শিক্ষার্থীরা তাদের সৃষ্ট বিজনেস আইডিয়া নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতো। তবে এবছর আনলিমিটেড থিম হওয়াতে সবাই স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং ভবিষ্যতে ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টিতে অবদান রাখবে বলে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, বিশ্বের ১২০টি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যহত আছে। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম সফলতার সঙ্গে চলে আসছে। এরআগে ২০২২ সালে সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের একটি টিম ‘দ্যা সেভিয়রস’ কাঠমুন্ডু সামিটে আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। এছাড়াও ২০২৩ সালে একই অনুষদের অন্য একটি টিম ‘ফ্যাশন ক্লিক’ আঞ্চলিক পর্ব অতিক্রম করে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সামিটে সেমিফাইনালে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ