ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ হলো এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০২

প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন এবং নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ২৩৬ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এই ফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৬৫ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী ২ লাখ ৭১ হাজার ৩৩৫ টি খাতা মূল্যায়নের আবেদন করেছেন। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের।

পুনঃনিরীক্ষণের ফল যেভাবে জানাতে পারবেন-

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

এছাড়াও শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ