ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ই-গর্ভ্যন্যান্স ও উদ্ভাবন বিষয়ক ফোকাল পয়েন্টের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনর্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ কমিটির আহবায়ক অধ্যাপক ড. সাদেকা হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী।

ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. লাফিফা জামাল ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা বিভিন্ন স্লাইডের মাধ্যমে প্রদর্শন করেন।

ওয়ার্কশপটি পরিচালনা করেন ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ড. মো. জুলফিকার মাহমুদ এবং সঞ্চালনা করেন সহকারী প্রক্টর জনাব কাজী ফারুক হোসেন।

এ সময় আরও উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ