ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০০

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এর আগে, গত জুলাইয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৪ সালের এসএসসিও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়িত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দুই বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়। শেষ হয় মে মাসে। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ