ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

জাবির সাংবাদিকতা বিভাগের এক যুগ পূর্তি

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এক যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটি উদযাপন করে।

২০১১ সালের ২১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের যাত্রা শুরু হয়। সে হিসেবে আজ বিভাগটি শিক্ষা ও পাঠদানে ১২ বছর পূর্ণ করল।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সবচেয়ে নবীনতম বিভাগ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অগ্রগতি লক্ষ্যণীয়৷ গত কয়েক বছরে বিভাগে সাংবাদিকতা সংক্রান্ত বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে নবীনতম বিভাগ হিসেবে এগিয়ে গেলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন বিভাগটির সভাপতি রাকিব আহমেদ। তিনি বলেন, 'ক্রমবর্ধমান আধুনিক সাংবাদিকতার সাথে শিক্ষার্থীদের খাপ খাওয়াতে যে পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম যেমন ল্যাব, ফটো প্যানেল, স্টুডিও ও ক্লাসরুমের দরকার, তা আমাদের নেই। প্রযুক্তিগত সহযোগিতা ছাড়া ভবিষ্যত সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। এক্ষেত্রে শিক্ষার্থীদের আধুনিক সাংবাদিকতার সাথে পরিচয় করিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।'

এক যুগ পূতি উপলক্ষ্যে বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, 'আজকের দিনটি আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আনন্দকর। এরই মধ্যে আমাদের বিভাগ থেকে ৬টি ব্যাচ স্নাতকোত্তর সম্পন্ন করে দেশের বিভিন্ন গণমাধ্যম ও গণমাধ্যমের উন্নয়নমূলক প্রতিষ্ঠানে কাজ করছে। এছাড়া উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে ৪ জন শিক্ষক দেশের বাইরে অবস্থান করছেন। আমি আশাবাদী আমাদের বিভাগের এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।'

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ