বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে একজন ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারাত্মকভাবে আহত করার দায়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পাঁচ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯) রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে তাদের বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীরা ৯ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র-শিক্ষক মিলনায়তনে সিআরআই (CRI) এবং ইয়ং বাংলা (Young Bangla) কর্তৃক আয়োজিত 'বিচ্ছুরণ' অনুষ্ঠানে সিআরআই (CRI) এবং ইয়ং বাংলা (Young বাংলা) এর একজন ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারাত্মকভাবে আহত করেন। ওই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং সিন্ডিকেটের ১০০তম সভার আলোচ্যসূচি বিবিধ-১ এর সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত ছাত্ররা হলেন- মোস্তফা রাফিদ (১৭-০৭৯৬৪), কে এম আশিকুর রহমান (১৭-০৮০৬৯), মো. রাসেল আহমেদ (১৭-০৮০২৫), তোফায়েল আহমেদ (১৭-০৭৯৫৩), মো. মহিবুল্লাহ সাগর (১৭-০৮০৫২)।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ