ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ববি

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬

শীতকালীন ও বড়দিন উপলক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর রোববার থেকে ৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ১২ দিন বন্ধ থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)৷ পাশাপাশি ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার ছুটি থাকায় মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা৷

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় শীতকালীন ও বড়দিন উপলক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সব অফিস ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ও অন্যান্য জরুরি সেবা চালু থাকবে। এছাড়াও বলা হয় যে, ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ