হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি অন্যতম সংগঠন এইচএসটিইউ কুইজ সোসাইটি। মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
১৬ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টায় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংগঠনটির সভাপতি আফসানা আক্তার, সহ-সভাপতি মিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সভাপতি আফসানা আক্তার বলেন, যারা পেটে ক্ষুধা থাকা সত্যেও চক্ষু লজ্জার ভয়ে বলতে পারে না তাদেরকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য ছিলো। সাংগঠনিক কাজ পরিচালনার পাশাপাশি এমন ভিন্নধর্মী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সকলের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে এইচএসটিইউ কুইজ সোসাইটি কতৃক অনলাইনে ‘বিজয় কুইজ ২০২৩’ শিরোনামে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে, যেখানে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ