নতুন প্রজন্মকে সঠিক মানুষের কাছ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় এই আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, নতুন প্রজন্মের প্রতি আমার আবেদন থাকবে তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার। সঠিক মানুষ ও মুক্তিযুদ্ধের গল্প শুনতে হবে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল নাগরিকদের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের বৈচিত্র্যকে মেনে নেওয়ার মানসিকতা ধারণ করতে হবে। যার মধ্যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছুই অন্তর্ভুক্ত দেখতে চাই।
প্রসঙ্গত, আজ মহান বিজয় দিবস। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ত্রিশ লাখ শহিদের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা। সারাদেশে একযোগে পালন করা হচ্ছে দিবসটি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ