ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘অভীষ্ট লক্ষ্যে এগুতে থাকলে দেশ পথ হারাবে না’

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, 'স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনও সক্রিয় আছে। তারা এদেশকে অন্যদিকে নিয়ে যেতে চায়। বাঙালি জাতি যতদিন জাগ্রত থাকবে, আমরা যতদিন জাগ্রত থাকবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্যে এগুতে থাকলে এ দেশ পথ হারাবে না।’

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপাচার্য আরও বলেন, 'বাঙালি জাতির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তৎকালীন তথাকথিত পরাক্রমশালী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে আজকের এই ১৬ ডিসেম্বরে আমাদের বিজয়কে সুনিশ্চিত করেছি। বঙ্গবন্ধুর দেখানো সেই পথেই বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু ম্যুরাল এবং ৮টার দিকে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

এর আগে দিবসের প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, বিভিন্ন জেলা সমিতি ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইন্সটিটিউট, অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকেও শিক্ষক-শিক্ষার্থীরা এখানে ফুল দিতে এসেছেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ মাঠে বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ