ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজয় দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৪

মহান বিজয় উপলক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে ।

শনিবার (১৬ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের একমাত্র গণমাধ্যম সংগঠন হিসাবে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের এবং যুদ্ধ চলাকালীন যে সকল মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন তাদের সকলেরর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তানভির আহমেদ বলেন, একাত্তরের আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে আমাদের বদ্ধপরিকর হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো সোনার বাংলা নির্মাণের সারথি হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান ও কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েদ আল ফেরদৌস নোমান।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি প্রদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ