ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জিবিপিএস'র সভাপতি রুমন, সম্পাদক রাত্রি 

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০১

সাভারের গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) ৪র্থ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. রুমন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত তাহসিন রাত্রি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের জিবিপিএস কার্যালয়ে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে চতুর্থ কমিটির লিড মেন্টর মুহাম্মদ নঈম উদ্দীন নতুন কমিটি ঘোষণা করেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে শাহিনুর সিদ্দিকী ও সাব্বির হোসেন, অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান ইভা, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ্ আল রানিম, দফতর সম্পাদক হয়েছেন অক্য মারমা। নাজমুল মুক্তাদির সাইমুম পেয়েছেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন, আলিশা বিশ্বাস শ্রাবণী, আমিনুল ইসলাম, খালিদ হাসান, হাদিসুর রহমান তৌহিদ, অনন্যা ইসলাম আনিকা, আরমান হাসান ও মেহেদী হাসান।

কমিটির লিড মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি সোয়েব বিন কামাল।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী সহ-সভাপতি হাসিব মীর, মো. নাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ হাসান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ