ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

হত্যা ও গুমের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক সভাপতি বিপুল চাকমা সহ ৪ জনকে হত্যা ও ৩ জনকে গুম করার প্রতিবাদে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেটে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

শাখা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি রাকিব আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিবির কান্তি রায়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিশাত আনজুম মিথিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজীব দাস এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীব। বক্তারা বলেন, পাহাড়ের আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার বিপরীতে তাদের উপর চালানো হচ্ছে জুলুম-নির্যাতন, তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে ভূমির অধিকার। গুম, খুন, ধর্ষণ যেন নিত্যদিনের ঘটনা। গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের শেষ পরিণতি হয় নৃশংস হত্যা। স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হলেও সংবিধানে আদিবাসীদের মর্যাদা নিশ্চিত করা হয়নি, ৯৭ সনের শান্তি চুক্তি এখনো বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ ১১ নভেম্বর রাতের হত্যাকাণ্ড নৃশংসতার চরম উদাহরণ।

গত ১১ নভেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়িতে পিসিপির সাবেক সভাপতি, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল কান্তি ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা, ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরাসহ ৪ জনকে নৃশংসভাবে হত্যা ও ৩ জন নিখোঁজ হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ