ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা'

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২২

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) বিতর্ক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (সিইউডিএস) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩'। চবির বিভিন্ন বিভাগের ২৪টি দলের অংশগ্রহণে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিইউডিএস সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ।

সংবাদ সম্মেলনে কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা বিকাশে বিভিন্ন বিভাগের ২৪টি দলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদে প্রাথমিক পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে এবং আগামী ১৭ ডিসেম্বর চবির বুদ্ধিজীবী চত্বরে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। ২৮ বছরের ধারাবাহিকতায় বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধা মননের বিকাশ ও যুক্তিবুদ্ধির চর্চায় কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণের প্রয়াসে আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪টি দল ও দেশসেরা বিতার্কিকদের মধ্যে ১৫ জনের বিচারকমণ্ডলীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিইউডিএস এর মডারেটর, আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ভ. এবিএম আবু নোমান।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় থাকছে 'এনএইচটি হোল্ডিং লিমিটেড' ও 'ডেলটা ইমিগ্রেশন'। মিডিয়া পৃষ্ঠপোষক হিসেবে আছে- দা ফিনান্সিয়াল এক্সপ্রেস, দৈনিক পূর্বকোণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), সিটিজি পোস্ট।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ