ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রজোট সংঘর্ষে আহত ৭

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ২২:৪৬
ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সাংবাদিকদের বলেন, বুধবার মেট্রোরেলের টিএসসি স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আমরা রাজু ভাস্কর্যের সামনে সাইনবোর্ড লাগিয়েছিলাম। কিন্তু একদল বাম সংগঠনের নেতারা এসে সেটা ভাঙা শুরু করে এবং আগুন লাগানোর চেষ্টা করে। আমাদের নেত্রীর ছবি ভাঙার কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সমুচিত জবাব দেয়। আমি চাই যারা এই কাজ করেছে তারা যেন সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চায়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের অভিযোগ করেন, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্রজোটের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ