ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনা 

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতে নেওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

তিনি বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় পরীক্ষাগুলো আমরা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করেছিলাম আগেই। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক পরবর্তী সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, তবে প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটাও মিটিংয়ের পর জানা যাবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ