অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে এই দাবি জানান শিক্ষকরা।
এতে অংশ নিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গাজায় নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা হচ্ছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল যুদ্ধবিরতিতে আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এর মাধ্যমেই প্রমাণিত হয়, ইসরায়েল মাঠে যুদ্ধ করলেও পেছনে রসদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় এ পর্যন্ত যাদের হত্যা হয়েছে, এর ৭০ ভাগই নারী ও শিশু।
এসময় বক্তব্য রাখেন- ঢাবি নীল দলের আহ্বায়ক ও ফার্মাসি অনুষদের সীতেশ চন্দ্র বাছার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোবায়েত ফেরদৌস। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, অধ্যাপক এবং শিক্ষকরা অংশ নেন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ