ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

বাকৃবিতে কৃষি ক্যাডারদের তিনমাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন 

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২০

বিসিএস কৃষি ক্যাডারে কর্মরত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘এপিকালচার ফোর লিভলিহুড অ্যান্ড বায়োডাইভারসিটি’ বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ধাপে-ধাপে প্রশিক্ষণার্থীরা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

জানা যায়, প্রশিক্ষণটি আগামী ৮ মার্চে শেষ হবে । এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। পরাগায়নের মাধ্যমে তেল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ, মধু চাষের সম্ভাবনাময় দিক এবং করণীয় বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরাও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন।

গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং খাইরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপিওসি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম, জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবীব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমীন, তেল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী , বাকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহির উদ্দীন এবং ৩২ প্রশিক্ষণার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ