ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবলে চ্যাম্পিয়ন মাৎস্যবিজ্ঞান অনুষদ

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৩, ২২:২৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে (এএনএসভিএম) টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আসরের চ্যাম্পিয়ন হয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এএনএসভিএম অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ।

খেলার প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক ছিল এএনএসভিএম, তবুও গোল করতে পারেনি কোনো দল। বিরতির পর আক্রমণে আসে মাৎস্যবিজ্ঞান অনুষদ। আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও শেষ পর্যন্ত গোল শূন্য ছিল উভয় দল। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে অসাধারণ এক জয় তুলে ২০২৩ আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মাৎস্যবিজ্ঞান অনুষদ।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক আরিফুল আলম, সহযোগী অধ্যাপক নিউটন সাহা, সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা সহ সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, এবারের আসরের ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ফিশারিজ অনুষদের দলপতি সাদি বিজয়। সর্বোচ্চ গোলদাতা (৫) এবং এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফাহিম তামিম।

সেরা গোলকিপারের পুরষ্কার জিতেছেন এএনএসভিএম এর মোহাম্মদ আলী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ