ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শাবিপ্রবি ও প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যকার চুক্তি স্বাক্ষরিত 

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ জন পিএইচডি শিক্ষার্থীকে ৩ বছর ধরে প্রতি মাসে ৫০ হাজার টাকা গবেষণা অনুদান প্রদান করবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের- ২ এর সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এমওইউ চুক্তি স্বাক্ষরকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

উপ-উপাচার্য বলেন, আজকে শাবিপ্রবির জন্য একটি আনন্দের দিন। কারণ আজকের এই চুক্তির মাধ্যমে প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ জন পিএইচডি শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা গবেষণা অনুদান ৩ বছর ধরে প্রদান করবে। উন্নত বিশ্বে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের দেশেও এরকম চর্চা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ১ জন শিক্ষার্থী দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। আমি আশা করি সামনের দিনগুলোতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

এমওইউতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহাবুবুল আলম চৌধুরী স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাপ্লাইড সাইন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, প্রিমিয়াম ফিসিং অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ