ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

শাহবাগে ঢাবি ছাত্রদলের মিছিল 

প্রকাশনার সময়: ০৬ ডিসেম্বর ২০২৩, ২০:১২

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঢাকা ১০ম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ (এফএইচ), মো. মাছুম বিল্লাহ (এফআর), মো. তরিকুল ইসলাম তারিক, মো. নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, মো. শামীম আক্তার শুভ, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, শফিকুল ইসলাম, আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূঁইয়া ইমন, মো. মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন খান সৈকত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমেদ সাদ্দাম মীর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দীপ্ত, যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়াজ মোহাম্মাদ ইমন, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, যুগ্ম সম্পাদক মিনহাজুল হক নয়ন, আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুজার গিফারী ইফাত, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউছার, সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী, সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয়, প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, মুস্তাকিন আল মামুন পিয়াল, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, তানভীর হাসান মিঠু, কর্মী সামসুল হক আনান, কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) শেখ তানভীর বারী হামীম, সহপ্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, সহক্রীড়া সম্পাদক এমদাদুল হক মিলন, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জারিফ রহমান, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরিফ উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক সাইফ আল ইসলাম দ্বীপ, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ