বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে বিজয় দিবস নৈশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এ টুর্নামেন্ট আয়োজন করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। তিন দিনব্যাপী চলমান টুর্নামেন্টের ফাইনাল আগামী শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান।
এ ছাড়া এ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বাকৃবি ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাহায্য ছাড়া ছাত্রলীগ এ আয়োজন করেছে এজন্য ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে খেলাধুলার পাশাপাশি ছাত্রদের পড়াশোনাতেও মনোযোগী হওয়া দরকার। এতে শিক্ষার্থীদের মন ভালো থাকে, রাতের ঘুমও ভালো হয়। পাশাপাশি তাদের নিজের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ