জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেছেন, শিক্ষার্থীদের যেন কোনো রকম সেশন জট না থাকে সেজন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার করেছি। খেলাধুলার জন্য স্পোর্টস ক্যালেন্ডার করেছি। গবেষণার ক্ষেত্রে ইতোমধ্যেই ব্যাপক উন্নয়ন ঘটেছে, গবেষণা মেলাও অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দুইটি আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে এবং তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স আসন্ন। আর অবকাঠামোগত উন্নয়ন তো চলমান রয়েছেই। বিশ্ববিদ্যালয়ের দুইদিকে দুইটি প্রধান গেইট থাকবে। গেইট দুইটি তৈরির জন্য ইতোমধ্যেই টেন্ডার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের এক যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষ্যে এইচআর কার্নিভাল-২০২৩ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছি। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনটি মোটোকে ব্রত হিসেবে নিয়ে সকলকে নিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে কাজ করছি।
উপাচার্য বলেন, ক্যাম্পাসে জো বাইক চালু করা হবে। শিক্ষার্থীরা এই বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই যাতায়াত করতে পারবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই রাস্তার কাজও করা হবে। আর এই কাজগুলো সম্পন্ন হলে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি নন্দন-কানন হিসেবে গড়ে উঠবে।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৌমিত্র শেখর বলেন, মানব যে সম্পদ হতে পারে তা আমরা নানা জায়গায় শুনি কিন্তু এটির প্রাতিষ্ঠানিক রূপ, প্রাতিষ্ঠানিক যে স্বীকৃতি তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি ১২ বছর আগে দিয়েছে এবং মানবকে সম্পদ হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। ইতোমধ্যেই এই বিভাগের অনেক শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। যাদের আজ এইচ আর সম্মাননা পদক প্রদান করা হবে। আপনারা যারা এমন অবস্থানে আছেন এবং এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন তারা যদি কোনো কাজে স্পন্সর করতে চান আমরা তাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে সহযোগিতার সুযোগ দিতে চাই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আজ সারা বিশ্বেই নন্দিত। তাই এই বিভাগকে এবং আপনাদের বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করে এগিয়ে আসবেন বলে আমি আশা করছি।
পরে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা ও এইচআর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র।
অনুষ্ঠানে প্রথমবারের মতো এইচআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এইচআর অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- তানভীর আহমেদ মিশু (প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, নগদ), এস এম ফারুক হাসান (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রতিক গ্রুপ) এবং এ আর খান আখি (ব্যবস্থাপনা পরিচালক, ম্যাক টেক্স গ্রুপ)।
এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় শিল্পী অনিমেষ রায় ও কানিজ খন্দকার মিতু। সর্বশেষে জনপ্রিয় ব্যান্ড স্যালভেশনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী অনুষ্ঠিত এইচআর কার্নিভাল-২০২৩।
উল্লেখ্য, এইচআর কার্নিভাল-২০২৩ অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এরপর আকাশে বেলুন উড়িয়ে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ