ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবিতে বাথরুমে যাওয়া নিয়ে তুঘলকি কাণ্ড

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৩৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমে আগে-পরে যাওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। মারামারিতে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মারামারির ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমন খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, আহত ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে আগে যেতে চাইলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ইমনের নাক ফাটিয়ে দেন বাবর। ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ইমন বলেছেন, ‘কেন্দ্রীয় গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী যিনি আগে বাথরুমের গেটে আসবেন, তিনিই আগে যাবেন। কিন্তু সিনিয়র এক ভাই আমার পরে গেটে এসে আমার আগেই বাথরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। এটা নিয়ে আমি কথা বললে তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।’ তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ