ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

৪৫তম বিসিএসে বাংলার লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২৩, ২১:০২

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই দিনে ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

৪৫তম বিসিএসের বাংলা প্রথমপত্রের (কোড নম্বর-০০১) লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা-১টায় অনুষ্ঠিত হবে। আর বাংলা দ্বিতীয়পত্রের (কোড নম্বর-০০২) পরীক্ষা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।

এই বিসিএসের মাধ্যমে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ