জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগের ৯ম ব্যাচের আয়োজনে ‘বাংলালিংক ইয়ুথ ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
ফেস্টের অংশ হিসেবে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলায় মাঠে অনুষ্টিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল সোনার বাংলা সার্কাস, তরুণ ব্যান্ড ও বিমূর্ত ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।
এর আগে সন্ধ্যা ৬.৩০টায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ফেস্টের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষেদর ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ইমরান আহমেদ শাকির। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
ফেস্টের অনুভুতি প্রকাশ করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিতালী বলেন, আজকের এই ‘ইউথ ফেস্ট’ অবশ্যই আমাদের জন্য শিক্ষনীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানারকম বিনোদন ছিল। সম্মানিত অ্যালামনাইদের কাছ থেকে জানতে পেরেছি ক্যারিয়ার সম্পর্কিত দিক-নির্দেশনা। বিনোদনমূলক বিভিন্ন শিক্ষাবর্ষের পরিবেশনা ও ব্যান্ডের গান সবই ছিল মনোমুগ্ধকর।
স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান রিমা বলেন, আজকের দিনটা আমার জীবনের একটা বিশেষ দিন। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ১২তম আবর্তন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৯তম আবর্তন এর শিক্ষার্থীরা ইয়ুথ ফেস্ট এর আয়োজন করেছেন। আমি সেই অনুষ্ঠান এর স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত ছিলাম। আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের ছিল। সিনিয়র, জুনিয়র এবং সহপাঠীদের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে। অনুষ্ঠানে বসে বিভিন্ন সম্মানিত ব্যক্তির আলোচনা শোনা এবং তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য শুনতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তাদের অনুপ্রেরণায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে। সবশেষে সবার সাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে আমার অনেক অনেক ভালো লাগছে। এই দিনটা আমার জীবনের স্মৃতিময় একটি দিন হয়ে থাকবে।
স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎপল কুমার দাস বলেন, আজকের দিনে যে অনুষ্ঠান হচ্ছে তা শুধু নবম ব্যাচের নয় বরং বিভাগের সকল ব্যাচের, যা সবার একনিষ্ঠতায় প্রমাণ করে। এই শেষ বেলায় এসে শুধু বলতে চাই, এই অনুষ্ঠান আমাদের ভবিষ্যত পথকে মসৃণ করবে এবং আমাদের মনের কোঠরে স্মৃতি হয়ে থাকবে। হয়তো ১০ বছর পরে যখন মনে পরবে তখন কিছুটা হাসবো, কিছুটা কাদবো। সবার জন্য শুভ কামনা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সময় এসেছে মনের আঁধার দূর করার। মনের আঁধারকে কাটাতে হবে। মনের আঁধার কাটাতে না পারলে চারিদিকে যে উন্নতি সেটা আমরা ধরে রাখতে পারবো না। এই মনের আঁধার কাটাবে বিশ্ববিদ্যালয়গুলো।
বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রশাসনের পরিকল্পনা তুলে ধরে উপাচার্য আরও বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টিকে জগৎসেরা করে গড়ে তোলা হবে, যেখানে থেকে ছেলেমেয়েরা পাশ করে দেশ গঠনে নেতৃত্ব দেবে। সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিপ্লব সাধন করা হবে। শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যত গঠনে ও তাদের ক্যরিয়ারকে সফল করতে প্রশাসন সবসময় ছাত্রছাত্রীদের সহযোগিতা করে যাবে বলেও উপাচার্য ঘোষণা দেন।
উল্লেখ্য, ইয়ুথ ফেস্ট উপলক্ষে আজ দিনব্যাপী বিভাগটি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে৷ সকালে শোভাযাত্রার মাধ্যমে তাদের এই ফেস্টের কর্মসুচি শুরু হয়। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গণে ফ্ল্যাশমবেরও আয়োজন করে। শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ