ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মাভাবিপ্রবির কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টেটিভস ডাটা এনালাইসিস কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৬:২৯

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের আয়োজনে 'কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টেটিভস ডাটা এনালাইসিস' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।

কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি এর সহকারী গবেষক মো. আহসানুল হক ও রিসার্চ অফিসার আকাশ সাহা। স্বাগত বক্তব্য রাখেন সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদার।

কর্মশালায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ