ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জবি উপাচার্যের মৃত্যতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ  

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৪:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী তিন দিন (শনিবার, রোববার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

শনিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বেলা ১২টায় জানাজার পূর্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গাণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এরআগে শনিবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ