বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

জবি উপাচার্যের মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২৩, ১৪:০১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

শনিবার (১১ নভেম্বর) শোকবার্তায় প্রয়াত অধ্যাপকের আত্মার চিরশান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য। একইসঙ্গে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উপাচার্য হিসেবে বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। অধ্যাপক ড. ইমদাদ ছিলেন সরল ও প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ, দেশের স্বনামধন্য শিক্ষাবিদ। উদ্ভিদবিজ্ঞানী হিসেবেও তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ শিক্ষাপ্রশাসক ও অনুসন্ধিৎসু পণ্ডিতকে হারালো। ছাত্র ও সহকর্মীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন দীর্ঘদিন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ