ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

হরতাল, অবরোধের প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৩, ১৪:৩৫

বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন গ্রুপকে ৫টি আলাদা ব্যানারে মিছিল করতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন গ্রুপের এ মিছিল দেখা যায়। এসময় একটি গ্রুপের সাথে বহিরাগতদের দেখা যায়।

বিক্ষোভ মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু শহিদ মিনারের রাস্তা, অ্যাকাডেমিক ভবন রাস্তা, মুক্তমঞ্চ, প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে শালবন বিহারের রাস্তায় মিছিল করতে দেখা যায়।

এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। ‘অবৈধ হরতাল, মানি না, মানব না; ’জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; হৈহৈ রইরই, খাম্বা তারেক গেলো কই; ইত্যাদি স্লোগান দেন তারা।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ