ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৩, ২০:৫৫

সিলেট ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত 'সিলেট বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়' চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’।

রোববার (৫ নভেম্বর) বিকেলে এসইউডিএস এর সাধারণ সম্পাদক রওনক জাহান মুনা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ১৮টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকার বিরোধী দলের হয়ে বিতর্ক করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম ‘এসইউডিএস মুক্তমঞ্চ’ অপরদিকে সরকার দলের হয়ে রানার আপ হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দল ‘এসএইউ অনিন্দ্য’।

চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন দীপ্ত দেব, সমৃদ্ধ মজুমদার ও মানতাকা পৌষি। এতে ডিবেটার অফ দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হন দীপ্ত দেব।

এ প্রতিযোগিতায় শাবিপ্রবিসহ লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনির্ভাসিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওসমানী মেডিকেলের বিভিন্ন দল অংশ নেয়। এতে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির টিম ছিল চারটি।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ