খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (এমবিএ) স্কুলভুক্ত ২টি ডিসিপ্লিনের মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ১৬ব্যাচের নাবিলা আনজুম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), ১৭ ব্যাচের আসিফ সারভার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭) ও শাহানাজ আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), ১৮ ব্যাচের মাহাবুবা সিদ্দিকা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৪) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ১৯ ব্যাচের আলমগীর হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭)।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ১৫ ব্যাচের তমালিকা বালা (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৫), ১৬ ব্যাচের সায়মা ফলিয়া (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৭), ১৭ ব্যাচের গায়ত্রী অদিতি মিত্র (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ১৬ ব্যাচের আলমগীর হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), শেখ নিয়াজুর রহমান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬) এবং রুকাইয়া আবিহা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক ও অন্যের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মানোন্নয়নে কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক মানে পৌঁছাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণার পরিবেশ অন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে উন্নত। শিক্ষার্থীরা শিক্ষাজীবনের প্রথম যে শপথ নিয়ে তারা এখানে প্রবেশ করে, সেই শপথ রক্ষা করে রাজনৈতিক হানাহানি মুক্ত রেখেছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাদের চোখে আজ দেশ গড়ার এবং মানুষের জন্য কাজ করার স্বপ্ন। এই স্কুলের অ্যালামনাইরা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করেছে। তাদের এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মীর সোহরাব হোসেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের গায়ত্রী অদিতি মিত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের শেখ নিয়াজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ