বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এস. এম. গোলাম হায়দার, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মো. নাছিরুল ইসলাম, জনসংযাগ দফতরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ, আইন বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির ও চয়ন চাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭২ সাল ৪ নভেম্বর গণপরিষদে সর্বসম্মতিক্রমে বাংলাদশর সংবিধান গৃহীত হয়। এরপর ওই বছরের ১৬ ডিসেম্বর তা কার্যকর হয়। তবে নানা কারণে স্বাধীনতার ৫০ বছর পর ২০২২ সালের ৪ নভেম্বর ‘ক’ ক্রমিকে দেশে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ