জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা আগামী ৩ নভেম্বর (শুক্রবার) থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে ৭১টি কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এরই মধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ০১৩১৩০৫২৩৬৬।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ