ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

রোববারের সব পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৩, ২১:০৬
ছবি- সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের ঘোষণার পর রোববারের (২৯ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে পুলিশ হামলা চালিয়ে কর্মসূচি বানচালের অভিযোগে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা দেন।

এদিকে, শাপলা চত্বরে মহাসমাবেশকে কেন্দ্র করে তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে একইদিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের ঘোষণা দেয় জামায়াত।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ