ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

রাবিতে বিদুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২৩, ১৬:০৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৫৩
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নির্মাণাধীন শহীদ কামরুজ্জামান হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ইউনুস আলীর (২০) বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়। তিনি শিবগঞ্জ থানার মির্জাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

ভবন নির্মাণ প্রকল্পের সুপারভাইজার আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের দশ তলায় পানি তোলার জন্য মটরের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন ইউনুস আলী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ধরনের মৃত্যু অবশ্যই দুঃখজনক। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাবির উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল ও ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ পায় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ