ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

পূজার বন্ধেও মেডিকেল সেবা দিচ্ছে শাবিপ্রবি

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৩, ১৮:০৭

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ৭ দিন ছুটিতে থাকছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু এই বন্ধের মধ্যেও আগামী ২৫ ও ২৬ অক্টোবর শাবি মেডিকেল সেন্টারে খোলা রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্ধের মধ্যে আবাসিক হল ও মেসে থেকে যাওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসার কথা চিন্তা করে আমরা এ মেডিকেল সেবা দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের চিকিৎসা সেবাগ্রহণ করতে পারবে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ