ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ইবির আন্তঃহল বিতর্কের সেমিফাইনাল সম্পন্ন, ফাইনাল কাল

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৩, ২২:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শেখ রাসেল দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও ইবি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের টিভি কক্ষে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে দেশরত্ন শেখ হাসিনা হলকে হারিয়ে শেখ রাসেল হল ও বেগম খালেদা জিয়া হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফাইনালে উঠতে সক্ষম হন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. মুর্শিদ আলম, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির ও অনিন্দিতা হাবীব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান, সহ-সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ।

এর আগে, গত রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আটটি হল নিয়ে এ বিতর্কের প্রথম পর্ব শুরু হয়। এতে শহীদ জিয়াউর রহমান হলকে হারিয়ে শেখ রাসেল হল, সাদ্দাম হোসেন হলকে হারিয়ে দেশরত্ন শেখ হাসিনা হল, লালন শাহ হলকে হারিয়ে বেগম খালেদা জিয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সেমিফাইনালে উঠতে সক্ষম হন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ