‘শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চারদিনব্যাপী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব- ২০২৩ এর আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে ফাইনালে সেলিম আল দীন মুক্তমঞ্চে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস)।
এ সময়ে অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস)র চ্যাম্পিয়ান বিতার্কিক দলের বিতর্ক করেন সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরি, সহ সভাপতি (বাংলা বিতর্ক) তাসনিম তাবাসসুম আরিণ। একইসাথে ডিবেটার অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন সহ সভাপতি (বাংলা বিতর্ক) তাসনিম তাবাসসুম আরিণ।
চ্যাম্পিয়ান হওয়ার অনুভূতি প্রকাশ করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুল ইসলাম হৃদয় বলেন, নোয়াখালীর মতো জেলা শহর থেকে এসে জাতীয় বিতর্ক অঙ্গনে চ্যাম্পিয়ান হওয়ার পথটি কখনোই মসৃণ ছিল নাহ। বছরের পর বছর ধরে সাবেক ও বর্তমানদের চেষ্টা ও পরিশ্রমের ফসল আজকের এ অর্জন। আমাদের চ্যাম্পিয়ান ট্রফি উৎসর্গ করছি সেসকল মানুষদের উদ্দেশ্যে যাদের নিঃস্বার্থ চেষ্টা ও ত্যাগে আজকের এ অর্জন।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরী বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) এর আয়োজিত যেকোন বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিটি বিতার্কিকদের মনে উৎফুল্লতা সৃষ্টি করে। ৩৬টি বিশ্ববিদ্যালয়ের দলকে হারিয়ে আজকের আমাদের এ শ্রেষ্ঠত্ব অর্জন কেবলমাত্র একদিনের কোন অর্জন নাহ বরং গত ৫ বছর ধরে ক্লাবের নিরন্তর চেষ্টার ফল।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ