ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবিতে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি শিক্ষার্থীদের

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৩, ২২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ করেছে শিক্ষার্থীরা ।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা এই সময়ে এসে ডাকসু নির্বাচন কেন দরকার তা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের কথা বলার জন্য কোনো প্লাটফর্ম নেই, যার মাধ্যমে তারা নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারে।

ডাকসু নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সাজিদ উল ইসলাম বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যূনতম অধিকার চর্চার জায়গা নেই। ডাকসু হচ্ছে সেই ছাত্রদের অধিকারের জায়গা। কিন্তু দীর্ঘ ২৮ বছর পর আমরা ডাকসু নির্বাচন পেয়েছিলাম। এবার আমরা এমন একটি ডাকসু নির্বাচন চাই যেখানে কোনো প্রশ্ন থাকবে না।

তিনি আরও বলেন, বিগত সরকারগুলো ডাকসু নির্বাচনের কথা ভাবেনি। কিন্তু বর্তামান সরকার ২০১৯ সালে সেই নির্বাচন দিলেও তারা পুরো নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমরা ১৪ বছর ধরে যে স্বৈরশাসকের অধীনে আছি সেই সরকারের ছাত্রসংগঠন পুরো বিশ্ববিদ্যালয়কে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। ছাত্রলীগের গণরুম গেস্টরুমের কারণে আজ শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হয়।

আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন তা নেই, শিক্ষার পরিবেশ নেই, মুক্ত চিন্তার পরিবেশ নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের টাকায় চললেও এটি একটি বুর্জোয়া শ্রেণির হয়ে উঠেছে। কোনো বিরোধী মত ছাত্রলীগের বিরুদ্ধে গেলে প্রশাসন ছাত্রলীগের হয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয় আর শিক্ষার্থীদের জন্য নেই, একটি ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী অর্নী আনজুম বলেন, এই নির্বাচন দিলে সব সমস্যা হয়তো দূর হবে না কিন্তু অধিকাংশ সমস্যাই দূর হবে। গত ডাকসু নির্বাচনে তারা তাদের নিজেদের জন্য করলেও এর মাধ্যমে এক বছরেই অনেক পরিবর্তন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিনাদ খান বলেন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিপরীতে আমাদের কাউন্টার কোনো শক্তি নেই। আমাদের দাবি হচ্ছে ডাকসু নির্বাচন দেওয়ার পাশাপাশি ডাকসু সংস্কার করতে হবে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বলেন, আমাদের এমন একটা জায়গা দরকার যেখানে সবাই নিজেদের মতামত প্রকাশ করতে চাই। কিন্তু সেগুলো কি আমরা পারছি? বিশ্ববিদ্যালয়ের নানা প্রকল্প হচ্ছে, মলচত্ত্বর হচ্ছে, কিন্তু যাদের জন্য হচ্ছে তাদের মতামতের কতটা গুরুত্ব দেয়া হচ্ছে? কিন্তু এগুলো বলার জন্য আমাদের একটা প্লাটফর্ম নেই, তাই ডাকসু নির্বাচন দিতে হবে।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী জাকির আহমদ জুবেল বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা গণতন্ত্র চাই, পাঁচ বছরের পরপর নির্বাচনের পর ক্যাম্পাসগুলো একটা অরাজকতা সৃষ্টি হয়, ক্যাম্পাস ক্ষমতাসীনদের হাতে চলে যায়। তাই এই ডাকসু প্রয়োজন। আমরা এই নির্বাচনের আগেই তফসিল চাই।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ