ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষকদের কর্মবিরতিতে অচল ৩২৯ সরকারি কলেজ

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৩, ১৯:২৬
ফাইল ছবি

পদোন্নতি সংকট দূর করাসহ বিভিন্ন দাবিতে সারাদেশে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ৩২৯টি সরকারি কলেজ। শিক্ষকদের কর্মসূচির কারণে কলেজগুলোতে ক্লাস–পরীক্ষা বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, সময়মত পদোন্নতি পাচ্ছেন না তাঁরা। এতে বেতন বৈষম্যসহ নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে তাঁদের। কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি যোগ দিয়েছেন শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারাও।

আন্দোলনরত এক শিক্ষক বলেন, ‘অন্য ক্যাডারে কিন্তু তারা ৫ম গ্রেড থেকে ৩য় গ্রেডে চলে যায়। আর আমাদের কি করেছে? ৫ম গ্রেড থেকে ৪র্থ গ্রেডে ফেলে রেখেছে। আগে প্রাথমিকের পাঁচ শ’র বেশি কিছু পদ আমাদের শিক্ষা ক্যাডার সংশ্লিষ্ট ছিল। সেগুলো একটি বিধির দ্বারা রহিত করে দেওয়া হয়েছে। এডুকেশন ক্যাডারে জুনিয়ররা সবচেয়ে বেশি সাফারার। আমরা এটার নিষ্পত্তি চাই।’

শিক্ষকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের দাবি তাদের।

এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস হচ্ছে না। এতে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা ভোগান্তির স্বীকার হচ্ছি। আমরা চাই স্যারদের দাবি মানা হোক।’

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বলছে, দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন তারা।

সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘কোনো অস্তিত্ব যখন বিপন্ন হয়, তখন মানুষের শেষ চেষ্টা হিসেবে সেটাকে মোকাবিলা করতে দাঁড়াতে হয়। সেজন্যই আসলে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের যে দাবি–দাওয়াগুলো আছে—এগুলোর বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ আমরা নিতে রাজি আছি।’

বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ