ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জবিতে ক্লাস চলাকালীন খেলাধুলায় নিষেধাজ্ঞা

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২৩, ১৭:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা চলাকালীন খেলাধুলায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় জবির ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস-পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস-পরীক্ষায় বিঘ্ন ঘটে। এ ছাড়াও চলাচলে অসুবিধা হয়।

এজন্য সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায়) কোনো প্রকার খেলাধুলা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

নয়া শতব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ