বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ঢাকায় হচ্ছে আরও ২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২৩, ০৮:২২

ঢাকায় নতুন করে আরও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় করতে যাচ্ছে সরকার। ঢাকা মহানগরী ও পূর্বাচল এলাকায় বিদ্যালয়গুলো স্থাপন করা হবে। আজ সোমবার (০৯ অক্টোবর) বিদ্যালয়গুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (০৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলো স্থাপিত হচ্ছে।

সোমবার বিকেল ৩টায় মিরপুরের ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। এতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগরীতে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৪২টি। নতুন ২৭টি নির্মাণ হলে এই সংখ্যা দাঁড়াবে ৩৬৯টি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ